Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে ধোপাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত
বিস্তারিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং মাদকাসক্তি, আত্মহত্যা, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে  জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ  করার লক্ষ্যে জেলা তথ্য অফিস ঝিনাইদহ এর আয়োজনে ধোপাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ঝিনাইদহ জনাব এস. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনন্দ কিশোর সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব গোলক মজুমদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের ও জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ মিজানুর রহমান। জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক অনুষ্ঠানের উদ্দেশ্যসহ স্মার্ট বাংলাদেশের  উপাদানসমূহ তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উপহার দিয়ে জাতিকে রাজনৈতিক মুক্তি এনে দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের হাতে সপরিবারে শহীদ হওয়ায় জাতিকে অর্থনৈতিক মুক্তি এনে দিয়ে যেতে পারেন নি। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের মধ্য দিয়ে জাতিকে অর্থনৈতিক মুক্তি এনে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়েই প্রকৃত অর্থে সোনার বাংলা গড়ে উঠবে।  তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

এ নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/09/2023
আর্কাইভ তারিখ
31/01/2024